TANVIR AHMED

বিমানবন্দরে হয়রানির শিকার হলে লিখিত অভিযোগের পরামর্শ

বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা কোনো হয়রানির শিকার হলে লিখিত আকারে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশ গমনে বা স্বদেশে ফিরতে বিমানবন্দরে কোন প্রকার হয়রানির শিকার হলে সেটা সরাসরি লিখিত আকারে অভিযোগ করুন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলম, সহসভাপতি মহসীন হাবীব ভূঁইয়া, মিজানুর রহমান মোলতা, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, দপ্তর সম্পাদক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, যুবলীগ নেতা অনুপম মেহেদী অনু, খন্দকার ইউনুস, ছাত্রলীগ নেতা আবদুলতাহ নোমান প্রমুখ।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লিসবন দূতাবাসের রাষ্ট্রদূত তারিক আহসান, দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজি ও আলমগীর হোসেন, পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

…………………………………….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *