TANVIR AHMED

মহাসাগর রক্ষায় বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে থাকা মহাসাগরগুলো রক্ষায় বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মোমেন বলেন, পরিবেশ বিপর্যয় এবং সমুদ্র দূষণের কারণে উপকূলবর্তী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের আবহাওয়ার ওপর এর বড় প্রভাব পড়েছে। সমুদ্র সম্পদ রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকার দেশের সমুদ্র সীমার অর্থনৈতিক জোনের ৮ দশমিক ৮ সংরক্ষিত এলাকায় সংরক্ষিত হিসেবে চিহ্নিত করেছে।

গত সোমবার লিসবনের আলটিস এরেনায় জাতিসংঘ মহাসাগর সম্মেলন উদ্বোধন অনুষ্ঠান হয়। এদিন জাতিসংঘ মহাসচিবসহ বক্তব্য রাখেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধিসহ ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা সাইক্লোনের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বিষয় উঠে আসে বিশ্বনেতাদের আলোচনায়।

এসময় ছোট ছোট দ্বীপ বা উপকূলীয় শহরের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানানো হয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাগর রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

উদ্বোধনী দিনের অনুষ্ঠানে অংশ নেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সউজা, কেনিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা। গত সোমবার শুরু হওয়া পাঁচ দিনের এ সম্মেলনের পর্দা নামবে শুক্রবার। সম্মেলনে সমুদ্র ও সামুদ্রিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ারও কথা রয়েছে।

…………………………………….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *